Disclaimer

Sotto IT এর অস্বীকৃতিজ্ঞাপন পেজে আপনাকে স্বাগতম!



প্রিয় পাঠক, আপনারা এই পেজের নিম্নোক্ত তথ্যগুলো পড়ে সত্য আইটি ব্লগ ওয়েবসাইটের ডিসক্লেইমার সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন। সত্য আইটি ওয়েবসাইটের কার্যক্রম, গোপনীয়তা নীতি, শর্ত, অস্বীকৃতিজ্ঞাপন ইত্যাদি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে নির্দ্বিধায় আমাদের ই-মেইলে ঠিকানায় মেইল করতে পারেন! আমরা পাঠকদের করা যেকোনো প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করে থাকি। আমাদের মেইলঃ mdrubelmia832a@gmail.com

দাবিত্যাগ


এই ওয়েবসাইটে প্রকাশ করা প্রতিটি তথ্য সার্বজনীনভাবে স্বীকৃত ও সাধারণভাবে ব্যবহারযোগ্য! আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা এসব তথ্য বই-পুস্তক, পত্রিকা, ইন্টারনেট ও বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে থাকি। তাই সত্য আইটি এমন কোনো সনদ প্রদান করে না যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য ১০০% নির্ভুল। তবে আমরা যথাসাধ্য আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। সত্য আইটিতে প্রকাশিত যেকোনো তথ্য আপনি আপনার নিজের ঝুঁকিতে ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা বাধ্যতামূলক।

ওয়েবসাইটে প্রদত্ত তথ্যের উপর নির্ভর করে গৃহীত সিদ্ধান্ত বা পদক্ষেপের জন্য সত্য আইটি আপনার বা অন্য কারো নিকট দায়বদ্ধ থাকবে না, এমনকি ওয়েবসাইটের তথ্য ব্যবহার বা অনুরূপ কারণে কোনোরূপ ক্ষতির সম্মুখীন হলে, সত্য আইটি দায়ী থাকবেনা। কারণ, ওয়েবসাইটের তথ্য ব্যবহার করে প্রত্যক্ষ, পরোক্ষ, আনুষঙ্গিক যেকোনো ফলাফল আসতে পারে; তাই উদ্ভূত কোন পরিস্থিতির জন্য সত্য আইটির কোনরকম দায়বদ্ধতা নেই।

অতএব, অনুগ্রহ করে আপনারা ওয়েবসাইটের কোন তথ্য ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন থাকুন। আপনি যখন আমাদের ওয়েবসাইট থেকে প্রস্থান করে, অন্যান্য সাইটে প্রবেশ করেন তখন সে সকল সাইটেরও বিভিন্ন গোপনীয়তা নীতি এবং শর্তাদি থাকতে পারে যা পুরোটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই বিভিন্ন সাইটের তথ্য অনুসরণ করে কোন কর্মকাণ্ডে জড়িত হওয়ার পূর্বে অন্যান্য সাইটের সাথে আমাদের দাবিত্যাগের বিষয়গুলো ভালভাবে পর্যালোচনা করে নিন। একই সাথে সাইটগুলির গোপনীয়তা নীতিগুলির পাশাপাশি তাদের "পরিষেবার শর্তাবলী" পরীক্ষা করতে ভুলবেন না।

বহিরাগত লিঙ্ক দাবিত্যাগ


আমাদের ওয়েবসাইটে বহিরাগত ওয়েবসাইটগুলির লিঙ্ক থাকতে পারে যেগুলো আমাদের দ্বারা অনুমোদিত নয় বা আমাদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় না। আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলোতে আপনি অনেক ধরনের আউটগোয়িং সাইটের হাইপারলিঙ্ক দেখে থাকতে পারেন। যদিও আমরা আমাদের আর্টিকেলকে আরও তথ্যবহুল করার জন্য শুধুমাত্র দরকারী এবং কোয়ালিটিফুল ওয়েবসাইটগুলির লিঙ্ক প্রদান করার চেষ্টা করি।


তবুও এই সাইটগুলোর বিষয়বস্তু এবং কার্যক্রমের উপর আমাদের কোন ধরনের নিয়ন্ত্রণ নেই৷ তাই হাইপারলিংকের ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি কোনো অসুবিধা, ক্ষতি বা সমস্যার মুখোমুখি হলে সত্য আইটি কোনো ভাবে দায়ী থাকবে না। অনুগ্রহ করে মনে রাখবেন যে আমাদের ওয়েবসাইটে দেওয়া এই বাহ্যিক ওয়েবসাইটগুলোর কোনো তথ্যের যথার্থতা, প্রাসঙ্গিকতা, সময়োপযোগীতা বা সম্পূর্ণতার কোন গ্যারান্টি সত্য আইটি দেয় না।

ত্রুটি এবং ব্যবহার দাবিত্যাগ


ওয়েবসাইট কর্তৃক প্রকাশিত সকল তথ্যই শুধুমাত্র পাঠকদের আগ্রহের বিষয়ে সাধারণ দিক-নির্দেশনার জন্য। ওয়েবসাইটের কনটেন্টগুলোর নির্ভুলতা ও সঠিকতা নিশ্চিত করার পরেও লেখকের অসতর্কতার কারণে কিংবা অনিচ্ছাকৃতভাবে ভুল-ত্রুটি ঘটতে পারে। এছাড়াও, সংশ্লিষ্ট আইন, বিধি ও প্রবিধানের পরিবর্তন-পরিবর্ধন ইত্যাদির পরিপ্রেক্ষিতে, প্রকাশিত আর্টিকেলে তথ্যের অপর্যাপ্ততা বা ভুল থাকতে পারে। এসকল ত্রুটি বা অনিচ্ছাকৃত ভুলের কারণে ওয়েবসাইটে থাকা কোন ব্যবহার করে ক্ষতি হলে কিংবা কাঙ্ক্ষিত ফলাফল না পেলে সত্য আইটি দায়ী থাকবেনা।

আমরা আন্তর্জাতিক স্বীকৃত কপিরাইট নীতি মেনে আর্টিকেল প্রকাশ করে থাকি, অনেক সময় আমাদের কনটেন্টে কপিরাইটযুক্ত ছবি বা ভিডিও ব্যবহার করা হতে পারে। কারণ সব সবসময় কনটেন্টের প্রকৃত মালিকের থেকে অনুমতি নেওয়া সম্ভবপর হয়ে উঠে না। তাই আমরা কনটেন্টকে আরও তথ্যনির্ভর করে তুলতেই মূলত অনেক সময় কপিরাইটযুক্ত সামগ্রী অবশ্যই (প্রকৃত মালিককে ক্রেডিট দিয়ে) রেফারেন্স সহ ব্যবহার করে থাকি। এটি নিশ্চিতভাবেই কনটেন্ট এর ন্যায্য ব্যবহার হিসাবে আন্তর্জাতিক কপিরাইট নীতি মেনে চলে।

মন্তব্য ও দায়িত্ব অস্বীকার


এ ব্যাপারে সত্য আইটি কর্তৃপক্ষের বিশেষ কিছু দাবিত্যাগ রয়েছে। সেগুলো হলোঃ
ওয়েবসাইট ভিজিটরের অদূরদর্শিতা, অজ্ঞতা, অসাবধানতা, ইচ্ছাকৃত ভুল ইত্যাদি কারণে ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্টগুলো থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পেলে কিংবা ব্যক্তিগত কোন তথ্য না বুঝেই ওয়েবসাইটে কোথাও প্রদান করে ক্ষতির সম্মুখীন হলে সত্য আইটি দায়ী থাকবে না।

ওয়েবসাইটের কমেন্ট সেকশনে আমাদের ওয়েবসাইটের নীতিমালা পরিপন্থী এবং দেশ, ধর্ম, সমাজ, রাষ্ট্র বিরোধী কুরুচিপূর্ণ ও বেফাঁস কোন মন্তব্য করলে তার দায় সত্য আইটি নেবে না। প্রয়োজনে যেকোনো কমেন্ট রিমুভ করার পূর্ণ অধিকার সত্য আইটির রয়েছে।

কোন অসাধু প্রতিষ্ঠান বা ব্যক্তি হীন উদ্দেশ্যে যদি সত্য আইটির নাম ব্যবহার করে কোন অনাকাঙ্ক্ষিত অথবা আইন/নীতিমালা বিরোধী কার্যক্রম পরিচালনা করে তার কোন দায় দায়িত্ব সত্য আইটি নেবে না।

আপডেট


আশা করি সত্য আইটির দাবিত্যাগের সামগ্রিক বিষয়গুলোতে আপনি একমত পোষণ করে সেগুলো মেনে নিয়েছেন। আইনের পরিবর্তন এবং সময়ের পরিক্রমায় আমরা আমাদের যেকোনো দাবিত্যাগের বিষয়, নীতিমালা, গোপনীয়তা, শর্তাবলি সহ আমাদের সাইটের সকল বিষয়বস্তু যেকোনো মুহূর্তে নোটিশে কিংবা বিনা নোটিশে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করার পূর্ণ ক্ষমতা রাখি।