রিজাইন লেটার লেখার নিয়ম বাংলা , Resign Letter Write Bangla

রিজাইন লেটার হচ্ছে এমন একটি আবেদন পত্র পত্র যার বাংলা অভিধানিক অর্থ হলো প্রত্যয়ন বা ছাড় পত্র আবার কখনো কখনো এটাকে অব্যহতি পত্র বা ছাড়পত্র ও বলা হয়। রিজােইন লেটারের মূলত হচ্ছে কোন দায়িত্ব হতে নিজেকে ছাড়ানো বা পদত্যাগ,রিজাইন লেটার এনজিও করার জন্য যথাযথ কর্তপক্ষ বরাবর একটি দরখাস্ত প্রেরন করা।

রিজাইন লেটার লেখার নিয়ম

রিজাইন লেটার লেখার নিয়ম ও ফরম্যাট

রিজাইন লেটার পিডিএফ, চাকরির রিজাইন লেটার ছবি পেতে অনেকেই google এ সার্চ করেন। তাই এ পর্যায়ে আমরা চাকরির রিজাইন লেটার এর একটি ছবি সাজেস্ট করছি। আপনারা চাইলে এটি ডাউনলোড করে নিত েপারবেন।

রিজাইন লেটার লেখার নিয়ম

তারিখ: ....../......./২০২৪

বরাবর,

ব্যাবস্থাপনা পরিচালক (দায়িত্বরত কর্মকর্তা বা শেকশনের নাম)

জি এম অ্যাপারেল্স লিমিটেড (আপনার কোম্পানির নাম)

বিষয়ঃ অব্যাহতি পত্রের জন্য আবেদন

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী (পদের নাম লিখবেন) পদে(প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা) তে কর্মরত আছি।আমি গত (যোগদান তারিখ) উক্ত পদে যোগদান করি।বর্তমানে আমি (অব্যাহতির কারণ ও তারিখ)স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন এই যে,অনুগ্রহপূর্বক উক্ত তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করলে বাধিত থাকব।

নিবেদক,

আপনার নাম: ?
আপনার পদবী:
কার্ড নং :
প্রতিষ্ঠানের নামঃ ? সাক্ষরঃ ?

 সাক্ষর :
১।……… 
২।……… 
৩।………

এছাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের ছাপানো বিভিন্ন ছাড় পত্রের নমুনা থাকে যেগুলো আপনারা চাইলে তাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

ছাড়পত্রের আবেদন ইংরেজীতে যেভাবে লিখবেন

Date: ....../......./2024

along,

Managing Director (Name of In-charge Officer or Section)

GM Apparels Limited (Your Company Name)

Subject: Application for exemption letter.

sir,

REGARDING SUBMISSION This is that I, the undersigned (insert name of position) am employed in (name and address of the organization). I joined the said post on (date of joining). Presently I am voluntarily resigning from (reason and date of discontinuance). .

Therefore, it is my humble request to you that I will be obliged if you kindly accept my resignation from the said date.

applicant,

Your name: ?
Your title:
Card No:
Name of the organization: ? Letter: ?

Signature:
1.………
2.………
3.………

আমরা বলছি না যে আপনি সরাসরি এভাবেই লিখবেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই ফরম্যাট অনুযায়ী লেখা গুলো পরিবর্তন করে নিবেন।

ছাড়পত্র বাতিল হওয়ার কারন

  • রিজাইন লেটার বা যে ফরমেটে লিখতে হয় সেই ফরমেট অনুযায়ী না লিখলে
  • বানানে ভুল থাকলে
  • উপস্থাপনার মাঝে অস্পষ্টকতা
  • নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর না থাকা
  • ঠিকমত পেশাগত পদ উল্লেখ না করা
  • চাকরিতে জয়েন করার তারিখ এবং চাকরি থেকে অব্যাহতির তারিখ উল্লেখ না করা
  • কর্তৃপক্ষ যদি প্রমাণপত্র চাই তাহলে সেই প্রমাণপত্রগুলো ঠিক সময় হাজিরা না দেওয়া।

রিজাইন লেটার বা ছাড়পত্র লেখার সুবিধা

রিজাইন লেটার লেখার বেশ সুবিধা রয়েছে। দেখুন আপনি যদি কোন কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরি করতে করতে হঠাৎ করে উধাও হয়ে যান তাহলেও কিন্তু কোম্পানির কোন ক্ষতি হবে এমনটা নয়। কিন্তু আপনি যদি অন্য কোন কোম্পানিতে জয়েন করার উদ্দেশ্যে রিজাইন লেটার পাঠাতে ইতস্তত বোধ করেন তাহলে এতে আপনারই ক্ষতি।

আপনি একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন এটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত। আর তাই আপনি চাইলে যে কোন মুহূর্তে যে কোন প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে পারেন। এর জন্য আপনি স্বেচ্ছায় অব্যাহতি পত্রের মাধ্যমে তা কর্তৃপক্ষের নিকট জানাবেন। আর এতে করে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে।

আপনি পরবর্তীতে যে প্রতিষ্ঠানের চাকরি করবেন সেখানে যদি অভিজ্ঞতা পত্র চাওয়া হয় তাহলে আপনি পূর্বে যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন অর্থাৎ বর্তমানে যেখান থেকে রিজাইন লেটার দিয়েছেন তাদের কাছ থেকে সহজেই আপনি একটা অভিজ্ঞতা পত্র চাইতে পারবেন। অথচ এটা না করলে আপনার অভিজ্ঞতা পত্র পাওয়া সম্ভব হবে না।

রিজাইন লেটার লেখার ভাষা/রিজাইন লেটার ইংরেজিতে লিখবেন নাকি বাংলায়

আপনি যে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেটা যদি একটা বাংলাদেশী কোম্পানি হয় তাহলে আপনি বাংলাতেই রিজাইন লেটার লিখতে পারবেন। তবে আপনার ইচ্ছা অনুযায়ী ইংরেজিতেও লিখতে পারেন। অপর দিকে যদি আপনি কোন ইংরেজি প্রতিষ্ঠানে চাকরি করেন বা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করেন তাহলে ইংরেজিতে রিজাইন লেটার লেটার লেখাটা অধিক বেশি গুরুত্ব পাবে।

FAQ

রিজাইন লেটার কি

রিজাইন ইংরেজি শব্দ এর অভিধানিক অর্থ হলো ইস্তফা দেওয়া,পদত্যাগ করা,ছেড়ে দেওয়া

রিজাইন লেটার কেন লেখা হয়

রিজাইন লেটার সাধারনত কোন চাকরি বা প্রতিষ্ঠানের নিকট হতে দায়মুক্ত ভাবে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য লেখা হয়

গার্মেন্টস চাকরি থেকে রিজাইন কেন লেখা হয়?

কোন গার্মেন্টসে যখন কোন শ্রমিক আথবা কর্মচারী চাকুরী ছেড়ে দিয়ে থাকেন তখন সাধারন রিজাইন লেটার লেখা হয়

Why Resign Letter Writte?

When Some One Want To quit From any job then write a Resign Letter on that company or Institution

শেষ বক্তব্যঃ রিজাইন লেটার লেখা । ছাড়পত্র লেখা । Resign Letter Write Format

উপরোক্ত রিজাইন লেখার  নমুনা গুলো উভয় চাকুরি জীবিদের জন্য এবং ছাত্র-ছাত্রী ও সকল পেশা জীবিদের জন্য প্রযোজ্য হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রিজাইন লেটার লিখতে হবে এবং আপনাদের প্রয়োজন অনুসারে এটিকে কাজে লাগাবেন। এ ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Rubel
    Rubel ২০/৫/২৪, ১২:৩৯ PM

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সত্য আইটির নীতিমালামেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url